জেলা প্রশাসকের বাণী
সেবা সংক্রান্ত নির্দেশনা
সুপ্রাচীন কাল হতে ভূমি মানুষের প্রধান সম্বল বলে বিবেচিত হয়ে আসছে । খাদ্যের নিশ্চয়তার পর পরই মানুষ নিজের সম্পত্তি (জমির) প্রতি মনোযোগী হয়েছে । তার্ ধারাবাহিকতায় অদ্যাবধি ভূমির সাথে মানুষের শিকড়ের টান জড়িয়ে আছে । ভূমি ব্যবস্থাপনার ইতিহাস প্রাচীন ও জটিল । ভূমি ব্যবস্থাপনা যতটা না জটিল তার চেয়ে ভূমি বিষয়ে সাধারণ মানুষের অজ্ঞতা মধ্যস্বত্বভোগীর দুনীর্তি ভূমি ব্যবস্থাকে আরও জটিল করে রেখেছে । অত্যন্ত আশার কথা হলো এই যে বতর্মান সরকার ও ভূমি মন্ত্রণালয় ভূমি ব্যবস্থাপনাকে সহজ, জনগনবান্ধব করার জন্য আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনে বদ্ধ পরিকর । ডিজিটাল বাংলাদেশ রুপায়নে ডিজিটাল ভূমি প্রশাসন অত্যাবশ্যক । সার্বিক এই অনুকূল পরিবেশে ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়নে আমি সারাওয়াত মেহজাবীন সহকারী কমিশনার (ভূমি) , সিদ্ধিরগঞ্জ সার্কেল, নারায়ণগঞ্জ, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা তৈরির লক্ষ্যে এই ওয়েবসাইটটির পরিকল্পনা ও ব্যবহার শুরু করেছি । বিদ্যমান সিস্টেম ও আইন-কানুনকে অক্ষত রেখেই পাশাপাশি সেবা প্রদানের পদ্ধতির প্রযোজ্য অংশে ডিজিটালাইজেশন এই ওয়েবসাইট ও অটোমেশন পদ্ধতির মাধ্যমে সম্পন্ন করার চেষ্টা করছি । এটিই সবর্জনগ্রাহ্য মডেল হবে, এটা আমরা আশা করি না, তবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে ডিজিটালাইজেশনের যে সূচনা হতে যাচ্ছে তার ধারাবাহিকতায় একদিন সত্যিই একটি সবর্জনগ্রাহ্য ভূমি ব্যবস্থাপনার ডিজিটাইজড পদ্ধতি চালু হবে, মানুষের দুর্ভোগ দুর হবে এবং সাধারণ জনগণ হাসিমুখে ভূমিসেবা গ্রহণ করবে এটাই আমাদের চরম আকাক্ষিত স্বপ্ন ।
নোটিস বোর্ড
গুরুত্বপূর্ন সেবা
অন্যান্য ই-সেবা